লিমেরিক গুচ্ছ ৩৪
১। শীত যেন জাগিয়ে তুলে
উৎসব মুখর গাঁয়ে, রাতে জারি গান লোকগীতি
নানা রঙসাজে আসে অগণিত পরিযায়ী অতিথি;
বড় পছন্দ তাদের বাংলার শীত মৌসুম
ভালোবাসে সবুজে মাখা বাংলা অনুপম
শীত যেন জাগিয়ে তুলে সকলে সৌহার্দ্য প্রীতি।
২। ভালোবাসার উষ্ণতায়
গরিব অসহায় নিঃস্বে কত কষ্ট শীতের তীব্রতায়
কি দুর্ভোগ তাদের, কুয়াশায় ও হিমেল হাওয়ায়;
শীতের কামড়ে কাটায় দিন রাত
সামর্থ্য যাদের বাড়িয়ে দাও হাত
শীতটা কেটে যাক সবার ভালোবাসার উষ্ণতায়।
উৎসব মুখর গাঁয়ে, রাতে জারি গান লোকগীতি
নানা রঙসাজে আসে অগণিত পরিযায়ী অতিথি;
বড় পছন্দ তাদের বাংলার শীত মৌসুম
ভালোবাসে সবুজে মাখা বাংলা অনুপম
শীত যেন জাগিয়ে তুলে সকলে সৌহার্দ্য প্রীতি।
২। ভালোবাসার উষ্ণতায়
গরিব অসহায় নিঃস্বে কত কষ্ট শীতের তীব্রতায়
কি দুর্ভোগ তাদের, কুয়াশায় ও হিমেল হাওয়ায়;
শীতের কামড়ে কাটায় দিন রাত
সামর্থ্য যাদের বাড়িয়ে দাও হাত
শীতটা কেটে যাক সবার ভালোবাসার উষ্ণতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        শ্যামেন্দু ০৮/০২/২০১৬
 - 
        অ ৩০/০১/২০১৬দারুণ ।।
শুভেচ্ছা রইল । - 
        আশরাফুল ইসলাম শিমুল ২৯/০১/২০১৬ভাল লিখেছেন
 - 
        ধ্রুব রাসেল ২৯/০১/২০১৬শীতকালীন ও মানবতামূলক কবিতা। ভাল লাগলো।
 - 
        হরেকৃষ্ণ দে ২৯/০১/২০১৬হে সুর্য তোমার উত্তাপ দাও অভাগা দু:খি প্রানে।কষ্ট লাঘব করে দাও হে প্রভু।এই শুভ কামনা জানাই।বেশ সুন্দর কবিতা।মনমুগ্ধ হলাম।শুভেচ্ছা রইলো।ভালো থাকবেন কবিবরেষু।
 - 
        বিদ্রোহী ফাহিম খান ২৯/০১/২০১৬শীতের কবিতা॥ দারুন লাগলো॥
 

সামর্থ্য কি সামর্থ্যে হবে?
ভুল হলে ক্ষমা করবেন নিজ গুণে।