লিমেরিক গুচ্ছ ৩৩
১। শীতের মানবতা
যখনি শীতের আগমন, গরিব জন সততই ভীত
মাঘের শীতে বাঘও কাঁপে, কথাটি সবাই জ্ঞাত;
যত দেয় কষ্ট, তত তার উপহার
কোমল সে হৃদয়খানি মানবতার
প্রাতে শিশিরের মায়াবী দৃশ্যে কে না অভিভূত ?
২। প্রতীক তবে সমৃদ্ধির
আসলে, শীতকালটি যেন প্রতীক তবে সমৃদ্ধির
শস্য সম্ভারে নবান্নে মুখে হাসি কৃষাণ কৃষানীর;
শাক সবজিতে সব উঠোন খলা
শীতের আয়োজনে সবুজ মেলা
পিঠাপুলি মোয়া খেতে, কে নয় অস্থির অধীর ?
যখনি শীতের আগমন, গরিব জন সততই ভীত
মাঘের শীতে বাঘও কাঁপে, কথাটি সবাই জ্ঞাত;
যত দেয় কষ্ট, তত তার উপহার
কোমল সে হৃদয়খানি মানবতার
প্রাতে শিশিরের মায়াবী দৃশ্যে কে না অভিভূত ?
২। প্রতীক তবে সমৃদ্ধির
আসলে, শীতকালটি যেন প্রতীক তবে সমৃদ্ধির
শস্য সম্ভারে নবান্নে মুখে হাসি কৃষাণ কৃষানীর;
শাক সবজিতে সব উঠোন খলা
শীতের আয়োজনে সবুজ মেলা
পিঠাপুলি মোয়া খেতে, কে নয় অস্থির অধীর ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        নুফরাত জেরীন ২৬/০১/২০১৬chomotkar!
 - 
        প্রদীপ চৌধুরী ২৬/০১/২০১৬বা! ভালো লাগলো
 - 
        ধ্রুব রাসেল ২৬/০১/২০১৬শীতের ভাল লাগা।
 - 
        বিদ্রোহী ফাহিম খান ২৪/০১/২০১৬অসাধারন॥
 - 
        আশরাফুল ইসলাম শিমুল ২৪/০১/২০১৬ভাল লিখেছেন
 - 
        মনিরুজ্জামান শুভ্র ২৪/০১/২০১৬চমৎকার। লাভ লাগলো।
 
