www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি সে কালো রাত

(বুদ্ধিজীবী স্মরণে)


বাংলার ইতিহাসে একটি সে কালো রাত
হানাদার ঐ পশুরা যখন পরাজিত নিশ্চিত;
একাত্তরের মুক্তিযুদ্ধে কুপোকাত, নির্ঘাত
সূর্য সন্তানদের রক্তপানে হয়ে উঠে উন্মত্ত।

পাক পশুরা নয় মাস কি হত্যাযজ্ঞ অগণিত
কি নির্যাতন, ধর্ষণ, লুটপাটেও হয়নি ক্ষান্ত;
পশুদের কই মানবতা জ্ঞান, বোধ মনুষ্যত্ব
চালায় বুদ্ধিজীবী নিধন, মেধা হোক বিলুপ্ত।

বুদ্ধিজীবী তোমরা সোনার এ বাংলার মেধা
বুকে আছো, সাথে আছো, থাকবে চিরদিন;
দ্যাখো জনতার ঢল, নেমেছে জানাতে শ্রদ্ধা
ভালোবাসার অর্ঘ্য হাতে বদন যদিও মলিন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast