www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বলে বেড়াই মানুষ নাকি জীব শ্রেষ্ঠ


বলে বেড়াই মানুষ নাকি জীব শ্রেষ্ঠ
সুন্দর এই পৃথিবী, শুধু আমাদের;
মানবতা, জ্ঞানে, গুণে আমরা বলিষ্ঠ
ধরা তাই আলোকিত এত সৌরভের।

কতো শোষণ দলন, কান্না হাহাকার
হিংস্রতায়, লোভে ভরা মন্দির হৃদয়;
এ মানুষেই, মানুষ কাঁদে অনিবার
সম্প্রীতি, স্নেহ বন্ধন, না অন্তর ছোঁয়।

অশ্রু চোখে আলিঙ্গন, অভিনয় শুধু
মার খায় বার বার ঐ নিঃস্ব দুর্বল;
অবিচার ও মিথ্যের কি যে মন্ত্র যাদু
নেই শিক্ষিতে দীক্ষিতে অয়স শৃঙ্খল।

চারিদিকে তাই আজ ঘৃণ্য নৃশংসতা
পশুবৎ কি বর্বরতা, শতো নির্মমতা।


চতুর্দশপদী কবিতা
বিন্যাস: ৮ + ৬
অন্ত্যমিল: কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast