www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবোল তাবোল ১১

(আমি আর তুমি)

তোমার আছে সুন্দর দালান বাড়ি
করো না গর্বে কভু বুক উঁচু ;
আমার এক নড়বড়ে জীর্ণ ঝুপড়ি
ভাবো, আমরা তবু নই নিচু।

আমার ঘরে নেই এক মুঠো ভাত
তোমার কতো সম্পদ সম্ভার;
থাকি উপোস কখনো সে দিনরাত
দাঁড়াও তো পাশে বার বার।

তোমার প্রাসাদ প্রাচীরে ঝুলে পুষ্প
সতত তাদের মোহনীয় হাসি;
কখনও ভাবে না পাশে এরা নিঃস্ব
যেন বলে, ‘বড় ভালোবাসি’।

আকাশে যে হাসে ঐ রূপবতী চাঁদ
উঠোনে ঢেলে দেয় শুভ্র স্নেহ;
দৈন্য দুয়ারেও আসে, নেই বিস্বাদ
ভাবি সেও তোমার মত কেহ।

বড় হয়ে যারা তবে গরীবের পাশে
বাড়ায় হাত, ভাবে মানুষ সবি;
তাদেরই স্থান যেন হৃদয় ইতিহাসে
ধরায় উপমিত ঐ শশী, রবি।

বৃক্ষলতা বন্ধু বেশে কোণায় কোণায়
প্রশ্বাস বিষ শোষে যে নিরবধি;
বাকহীন প্রকৃতির এত মহান শিক্ষায়
হতেম শিক্ষিত, আমরা যদি।

ছোট বড় এ অসাম্য বিদ্যমান বুভুক্ষা
উবে যেত দুঃখ ও গ্লানি শত;
হতো মনুষ্য কুলের নাম শ্রেষ্ঠত্ব রক্ষা
ধরা হতো সুরভিত, কুসুমিত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast