www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লজ্জায় মরি

(শিশু রাকিবকে উৎসর্গ)

গড়িয়ে গেল মাত্র কয়েকটি দিন
শুকায় নি এখনো কারো অশ্রুজল;
রাজনের আর্তনাদ হলো না ক্ষীণ
মেরে ফেলে রাকিব, ঐ পশুর দল।

সততই হই তাজ্জব লজ্জায় মরি
দরিদ্র সংসার ঘানি টানে শিশুরা;
শাসকদের হাতে, কৈ হাতকড়ি
অন্ন খুঁজে শিশু, নেই লেখাপড়া।

মানুষ পরাজিত বিজয়ী তো পশু
নরকায়ায়, হৃদে পশুর দম্ভ ভরি;
নিয়ে গেলো কত ফুটন্ত ফুল শিশু
তাও ছিঁড়ি ফুঁড়ি তার নাড়ীভুঁড়ি।

আদৌ হয় না এসবের প্রতিকার
বুভুক্ষু দরিদ্রের কেউ নেই পাশে;
কলিজাখানি চৌচির, সতত মার
করে ছটফট, থামায় মৃত্যু এসে।

রাকিব, এলে তুমি ধরিত্রী কোলে
চলে যেতে হলো আমাদের ছাড়ি;
দিলে দুখ জ্বালা ঐ নর পশুর দলে
হৃদয়ে আগুন জ্বলে, লজ্জায় মরি।


Rakib, the 12-year-old boy who was
brutally tortured to death in Khulna city
on August 3, 2015
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast