www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এ তো টাকারই খেলা


লোকে বলে অর্থ নাকি অনর্থের মূলে
ধ্রুব খাটি, নয় যেন মন গড়া কথা;
কারো ভাদ্র কারো পৌষ এই ধরাকুলে
সমাজে ধনীর স্থান,গরীবের কোথা ?
শ্রদ্ধাবোধ পরস্পরে, যদিও স্বজাতি
দাম দিতেও নারাজ একান্ত যে প্রিয়;
না দেয় প্রীতি নিজের ভাইবোন জ্ঞাতি
দূরে অকৃত্রিম প্রেম, হতে হয় হেয়।

অর্থ যেন মাপকাটি, সবি মাপে মান
পরিচিতি মানবের, অর্থ যদি পাশে;
দৈন্যে প্রাপ্তি উপহাস শুধু অপমান
পথখানি ভরা যেন কাঁটা আর বিষে।
জনম, জীবন, মৃত্যু পৃথিবীর মেলা
যত রঙ রস এতো টাকারই খেলা।

চতুর্দশপদী কবিতা
অন্ত্যমিল: কখকখ,গঘগঘ;
ঙচঙচ ছছ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast