www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আছি তো তার বন্ধনে ০৩

(বাসন্তী সোনার বাংলা)


বিক্ষত আমরা নির্মম বৈশাখী ঝড়ে
খুইয়ে পত্র শরতে, কাঁদে বৃক্ষসব;
জীর্ণ ঘরবাড়ি বন্যা জল নেয় কেড়ে
আসে বসন্ত ফিরিয়ে দিতে ঐ বৈভব।
বাহারি রঙে মন, হয়ে উঠে চঞ্চল
গাঢ় সবুজ কচি পাতারা দেয় উঁকি;
সাপের মতো করে যেন খোল বদল
রক্তিম আভায় চারিপাশ যায় ঢাকি।

উতলা হয় হৃদয়, মুকুলের ঘ্রাণে
রঙ বেরঙে সাজে ধরিত্রী নানা ফুলে;
মুখর, পাখিদের গানে, অলি গুঞ্জনে
বেড়ায় প্রজাপতি রঙিন ডানা মেলে।
শ্যামলে সবুজে হাসে এই রম্য শালা
লাগে বড় ভালো বাসন্তী সোনার বাংলা।


চতুর্দশপদী কবিতা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast