www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আছি তো তার বন্ধনে ০১

(জন্ম জন্মান্তর)


জন্ম জন্মান্তর আছি তো তার বন্ধনে
লালিত পালিত সবি প্রকৃতির কোলে;
প্রাণে বাঁচা তারই অমৃত সুধা পানে
জীবনের শিক্ষাও তারই কাছে মিলে।
যেন তারই সন্তান আমরা এ মানুষ
দ্যাখো কত দৃঢ়, অকপট, নেই ছল;
নিহাস লোভী মোরা অল্পে হারাই হুশ
প্রকৃতি শুধু দিতে জানে মমতা ঢল।

তার হাত ধরে চলি আমরা মানব
যখন তবে সে হয় রুক্ষ, রুগ্ন, বৈরী;
শান্ত স্নিগ্ধ, হয় মায়াবী তার অবয়ব
তারই ঢঙে আমরা হয়ে যাই তৈরি।
রুক্ষতা তার, ছড়ায় হৃদে অস্থিরতা
প্রশান্ত মুখে যেন পাই হাসি স্নিগ্ধতা।

ক্রমশ ......

চতুর্দশপদী কবিতা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast