www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতা দিবসে


বছরে ঘুরে ঘুরে এমনি করে আসে
স্বাধীনতা দিবস, বিজয়ের উল্লাস;
বাংলার ঘরে ঘরে আকাশে ও বাতাসে
মুক্তির গান, কারও তবে দীর্ঘশ্বাস।
রচে গেলো যারা এ লাল সবুজ চিত্র
প্রাণ প্রিয় বঙ্গবন্ধু মুজিবের ডাকে;
হৃদে জেগে উঠে এদিনে ঐ দুঃখ ক্ষত
এখনো লেগে রক্তদাগ মাটির বুকে।

দিয়ে গেছে সবুজ শ্যামল মুক্ত মাটি
পেয়েছি আমরা অনন্ত মুক্ত আকাশ;
তবু শুনি পেট্রোল বোমার ফাটাফাটি
নবীনের ভয়ে রুদ্ধ যে ওদের শ্বাস।
স্বাধীনতা এনে দিলো বিবেকের জয়
গড়ি সোনার বাংলা আর কিসের ভয়।

চতুর্দশপদী কবিতা
মার্চ ২৬, ২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast