www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বসন্ত আগমনে


শীতের শুষ্কতায় বিবর্ণ এ প্রকৃতি
ঋতুরাজ বসন্ত এলো তাই ধরায়;
নৃত্যের তালে দক্ষিণা হাওয়ায় মাতি
সাজাতে ফুলে কোমল নবীন পাতায়।
কৃষ্ণচূড়া চন্দ্রমল্লিকা আরো গাঁদায়
পুলক জোয়ারে বন বনান্ত, কানন;
মালতী মাধবী বকুল, গন্ধ ছড়ায়
নব মকুলে ম ম করে আম্র বাগান।

শিমুল পলাশ লালে, জাগে প্রেম অগ্নি
সুললিত কন্ঠে প্রিয়াকে ডাকে কোকিল;
ফুলে কি শোভা তন্বী তরুণীর বিনুনি
সকল প্রাণে আনন্দ ঢেউ অনাবিল।
জোছনার হাসিতে তারা ফুটে গগনে
রূপবতী ধরা হাসে যেন সঙ্গোপনে।

চতুর্দশপদী কবিতা
ছন্দ প্রকরণ:
কখকখ,কখকখ;গঘগঘ ঙঙ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast