www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রক্তে ভেজা এই একুশ


হে নব প্রজন্ম, কখনো যেও না ভুলে
আমার দেশের সে ঐ কিশোর তরুণ;
যেমনটি ফুটায় কৃষ্ণচূড়া আর পলাশ 
ভরে দেয় ধরিত্রী সাজায় লাল ফুলে,
ফুটায় ভাষা ফুল ঢেলে বুকের খুন।

‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ রক্তের তুলিতে
আঁকে, কতো গাঢ় প্রেম, হারাই ভাষা;
দিয়েছিল নাড়া, মার হৃদয় স্বপ্ন ব্যথা
বুকের রক্ত স্রোতে রমনার রাজপথে
করে পুরণ সন্তানেরা মায়ের আশা।

শুধু তবে ফুলের তোফা প্রভাত ফেরী
আত্মারা পাবে নাকো প্রশান্তি আস্থা;
এখনো আকাশে বাতাসে ঘুরে ফিরে
তপ্ত অশ্রু ঝরে, থামেনি কান্না ঘড়ি
করো সমৃদ্ধ বাংলা ভাষা শিল্প কথা।

করো প্রতিষ্ঠা ভাষাকে সর্বত্র একসাথ
‘রক্তে ভেজা এই একুশ’ বছরে আসি;
বারে বারে গায় মায়ের বুলিতে গান 
মিলাতে চায় সবাই রেখে হাতে হাত
ফুটাতে চায় মায়ের কষ্ট হৃদয়ে হাসি।

বিশ্বের দরবারে আজি বাংলার স্থান
এতো তাদেরই ত্যাগে পেয়েছি মান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast