www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষ নাকি মানুষের তরে


কোথায় গেলো শিক্ষা দীক্ষা ভাবনা
মানুষ নাকি মানুষের তরে, সেই মন্ত্র;
হৃদয়ে আগ, বাহুতে গজিয়েছে ডানা
মগজে শুধু জন্মেছে মৃত্যু ফাঁদ যন্ত্র।

কথোপকথনে জড়িয়ে শঠতা, জাল
বুকে মননে সর্বনাশী চিন্তা গোপনে;
বোকা সরল জনতার কে দ্যাখে হাল
আতঙ্ক ও কান্না ঢল নীরবে নয়নে।

যাদের জুটে না তবে এক মুঠো ভাত
কি ক্ষত যন্ত্রণা নিঃস্বের হৃদয় কোণে;
অবুঝ শিশু কি দোষে কাঁদে দিনরাত
মানুষ পায় কষ্ট এ অবরোধ, দহনে।

জনতন্ত্র যেন মানব ও মানবতার ক্ষয়
দেশ চলে জনতাকে দলনে, শোষণে;
কি উগ্র গদির নেশা, যেন এক বিস্ময়
শোষিতেরাই প্রতি পক্ষ এ রক্ত রণে।

চোখ মেলে দ্যাখো, দূরের ঐ মধ্যপ্রাচ্য
বালি আজ স্বর্ণকণা, শান্তিসুখ ব্যাপক;
মানুষে কত প্রেম মনুষ্য বোধ সর্বোচ্চ
যারা শাসক, তারাই জনগণের সেবক।

রচনা : জানুয়ারি ৩১, ২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast