www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার জন্মভূমি


মায়ের মুখখানি কতো না হাসি হাসি
আমার এ বাংলা তেমনই মার মতো;
জন্ম লগন হতে দিয়েছে রাশি রাশি
সুজলা সুফলা ভূমি, ফল মূল কতো। 
তাই যে ভালোবাসি তোমায় অনন্তর
দুই মেরু পূর্ব পশ্চিম দেখেছি আমি;
দেখেনি এতো উর্বর সবুজ প্রান্তর
কোলে তুমি দিয়েছো ঠাঁই সতত চুমি।

স্নেহ মমতার কখনো নেই কমতি
জন্মভূমি মা তুমি বিশ্বের সেরা দেশ;
ঐ একাত্তরে ঢেলে রক্ত পেলাম মুক্তি
পেলাম লাল সবুজ ঝাণ্ডা পরিশেষ।
চলো গড়ি দেশখানি এই তো মিনতি 
হলে বিরাজ প্রেম প্রীতি, হবে উন্নতি।

চতুর্দশপদী কবিতা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast