www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাজধানীতে পৌষ মেলা


এবার হলো পৌষ মেলা
রাজধানী ঢাকার রমনা বটমূলে;
তুষের আগুনে আইলা
যেন ছিটায় আলো হৃদয়তলে।

শান্তির পায়রা উড়ুক
বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তরে
বাংলা সংস্কৃতি ভরে উঠুক
নব প্রজন্মের অন্তরে অন্তরে।

প্রায় অর্ধ শত ষ্টলে
ছিল পিঠাপুলি, বাহারি আচার;
কত পিঠা তেলে ঝালে
খেজুর রসে, মোয়া তাও চিড়ার।

দুধরাজ, পানতোয়া
পাটিসাপটা, সোনামুখি মুগপাক্কন;
ভাপা পিঠা, কাউন মোয়া
ঝিনুক পিঠা আরো জামাই তোষণ।

সাংস্কৃতিক আয়োজনে
চারিদিক মুখর হয় নৃত্য গানে;
নাটক মঞ্চায়নে
আবৃত্তি চিত্রাংকনে পুরষ্কার বিতরণে।

অভিনব এ পৌষ সকাল
শিশির যেন স্বর্ণবিন্দু ঘাস ডগায়
জন সমুদ্র খুশীতে মাতাল
কত প্রেম উচ্ছ্বাস মিলন মেলায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ১৩/০১/২০১৫
    পিঠা বাড়ি কত শাড়ি
  • ০৬/০১/২০১৫
    সুন্দর লেখা ।
    এত বাহারি পিঠার নাম বললেন জিভে তো জল এসে গেল ।
  • ইনভাইট মি আই উইল কাম। ভালো লাগলো আপনার কবিতা..........
 
Quantcast