www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাঁপ উঠে না আর জেগে

ভাঙ্গার শব্দে কাঁপ উঠে না আর জেগে
মধ্য রাত, ভাবি না কেন ফেরেনি ওরা;
এখন আর ভেঙ্গে পড়ি না আবেগে
নীলাম্বরে না পেলেও ঝিকি মিকি তারা।

কদম্বডালে এসে বসতো দুটি পাখি
দেখতাম চুপিসারে সেই অভিসার;
উঠোনে জোনাকিরা আসতো ঝাঁকি ঝাঁকি
গড়িয়ে এলেই সন্ধ্যা, আসতো আবার।

শাহজাহানপুরে শিশুটি মারা গেল
ছয় শত ফুট সরু পানির পাইপে;
খেলার বয়স, খেলতে বেড়িয়েছিল
জানতো না মা, যাচ্ছে সোহাগ মৃত্যুকূপে।

কি মর্মান্তিক মৃত্যু, চার বছরের শিশুর
বাঁচার আকুতি চার বার ধরে রশি;
এতো অন্ধকারে ভয়েই তো চুরচুর
শ্বাসরুদ্ধ পরিবেশে চলে গেল শশী।

খবরের কাগজে কত যে মৃত্য দেখি
কেউ বাসে কেউ বা ট্রেনে ছুরিকাঘাতে;
একান্তে বসে অনুভবি, ভিজে দু’আঁখি
অনিদ্রা পেয়ে বসতো সে গভীর রাতে।

শীতের রাতে প্রায়ই ভাবি, কত শীত
অর্থ নেই সামর্থ নেই, ওরা কি করে;
দুর্বল সতত হারে, সবলের জিত
জমতো ক্ষোভ, ভাবি ন্যায় কোন বিবরে ?

জানালা খুলতেই হাসে গোলাপ বাগে
পুলকিত প্রজাপতির ভিড়ে, সুবাসে;
কত যেন নৃত্য, ভালোবাসা রাগে
মুগ্ধ হতেম প্রাতে মুক্তোর ছিটা ঘাসে।

বাড়ি এলে কুকুর বিড়াল আসে পাশে
হয়ত খুঁজে স্নেহ তাকিয়ে এই মুখে;
আকাশে এখনো তো চাঁদ নক্ষত্র হাসে
তাকাই না, পাগল পনা নেই যে চোখে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast