www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবাহন


হোক আমাদের কাঁধে কাঁধ হাতে হাত
নিই শপথ,আমরা যাবো ঐ দিগন্তে;
হিন্দু,মুসলিম একই মানুষ জাত
চলবো এক বিশ্বাসে বন্ধুত্বে ভ্রাতৃত্বে।

যারা আছো ধনী,কর সদা হর্ষধ্বনি
তাদেরকেও ডাক,যারা আছে একান্তে;
ফেলে অশ্রুজল,মলিন যে মুখখানি
মানুষ তো পাপড়ি,ফুল একই বৃন্তে।

বিভেদ ভ্রান্তি,অহম দর্প,আর নয় 
না বলুক কেউ এ বানরের প্রজাতি;
সভ্যতা সখ্যতা বানে হোক প্রেমময়
হোক পরিচিতি স্বতন্ত্র মানব জাতি।

নব প্রজন্ম দেখুক সোনালী প্রভাত
করুক তারা স্বর্গ রাজ্যে কালাতিপাত।

চতুর্দশপদী কবিতা
রচনা:২০১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 • সুন্দর
 • চমৎকার
 • এসাে বন্ধু হাতে হাত মিলাই। গড়ি স্বপ্নের একটি দেশ। ভালো লাগলো আপনার ভ্রাতৃত্ব বোধের কবিতা।
 • অনিরুদ্ধ বুলবুল ২৭/১২/২০১৪
  সুন্দ ভ্রতৃত্ববোধের কবিতা, সাম্যের কোরাশ।
  ভাল লাগল কবি। ধন্যবাদ।
 • আহমাদ সাজিদ ২৬/১২/২০১৪
  বেশ ভালো লাগার মতো
  খুবই যত্নের ছাঁপ মেলল।
 
Quantcast