www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একাকার



কেউ কি ভাবে অবনী পরে
থাকবে না সে চিরকাল;
কেউ তো জানে না চুপিসারে
অপেক্ষায় ঐ মহাকাল।

শুনিয়ে গেলে তুমি যত গান
বাতাসে বাজে সর্বক্ষণ;
ঢেলে গেলে প্রেম অভিমান
হাসায় কাঁদায় ভুবন।

যে ফুল ফুটলো আজ কাননে
দুলে দ্যাখো কি উচ্ছ্বাসে;
কোমলতায়, তার রূপে গুণে
মোহিত সবাই সুবাসে।

এক দিন তারও তিরোধান
জন্ম পুন নূতন প্রাণ;
মন ব্যাকুল, করে আনচান
বারে বারে স্মৃতি স্নান।

পালাবদল যেন এ পৃথিবীতে
আমার, কাল তা তোমার;
যায় মিশে, পরিশেষে ধুলোতে
সব নিশ্চিহ্ন একাকার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast