www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যথা


ব্যর্থতা চারিপাশ করে আছে দখল
হৃদয়ে উদ্যম যত হয়েছে অচল;
যন্ত্রনায় হৃদয়খানি সতত কাঁদে
স্বপ্নরা করে হাস্যরস, শান্তনা ফাঁদে।
কল্পনা জল্পনা শত মিটিমিটি হাসে
জানে হবেই ভণ্ডুল শেষে সেই পাশে;
বড় ভাবুক নিরাশ, বুকে নেয় টেনে;
করে জয়কার মিছে বিজয়ের গানে।

দল বেঁধে বিফলেরা হাহাকার রবে
জমা হয় চোখে, শুধু যে অশান্তি ভবে;
ব্যথার সাতকাহনে সাথি ওই আঁধার
চাঁদ তারা হাসে, তাই ইচ্ছে বিধাতার।
প্রাণ সঞ্চার যেথা, যন্ত্রণার আবাস
শ্বাস কৈ আশ্বাস, বহুভুজ দীর্ঘশ্বাস।

চতুর্দশপদী কবিতা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast