www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লাল সবুজে বিশ্বজয়


বীর বাঙালীরা আনলো বিজয়
ঐ একাত্তরের এই ডিসেম্বরে;
পেলো পতাকা এ পৃথিবী বলয়
জনতা তাই উল্লাসে ফেটে পড়ে।

এ প্রজন্ম, দেখেনি তান্ডব প্রহর
শুনেনি সে দিনের ঐ চিৎকার;
দেখেনি লক্ষ লাশ, রক্ত সাগর
কেমন সে দাহ, আপন হারাবার।

দ্যাখো, আজ জাতীয় প্যারেড মাঠে
মুক্তিযোদ্ধাদের অমূল্য ফসল;
‘লাল সবুজে’ সবার হৃদয়পটে
অঙ্কিত, গিনেসেও পেল দখল।

সাতাইশ হাজার কিশোর তরুণ
মনোহর মানব পতাকা রচিলে;
প্রজন্ম হয়েছে উচ্ছ্বসিত দারুণ
সূর্য পানে তা হাসে যবে মুখ তুলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাললাগা রেখে গেলাম।
  • সায়েম খান ১৭/১২/২০১৪
    চমতকার উপস্থাপনা।
  • রক্তিম ১৭/১২/২০১৪
    বিজয় পতাকা আকাশে আর একটু ভরে অক্সিজেন দিলে ভরে চুপসে যাওয়া ফুসফুসে । আবার ছুটব গাইব নাচব আনন্দ আর দিল্খুসে।
  • বিজয়ের সুন্দর কবিতা । ভালো হয়েছে।
  • অনিরুদ্ধ বুলবুল ১৭/১২/২০১৪
    সুপ্রভাত - বিজয়ের শুভেচ্ছা কবি।
    শেষ পর্যন্ত ছবি দিতে পারলেন? কিভাবে হল? ওই নির্দেশিত পদ্ধতিতে আমি পারছি না কেন তবে?
    • সাইদুর রহমান ১৭/১২/২০১৪
      অসংখ্য ধন্যবাদ বুলবুল ভাই।
      আপনার কাছ থেকেই শিখেছি।
      আমি কৃতজ্ঞ। বিজয় দিবসের শুভেচ্ছা।
  • একনিষ্ঠ অনুগত ১৭/১২/২০১৪
    এ বিজয় থাক প্রতিটা যুগে, বছরে, মাসে, দিনে, ক্ষণে।

    সুন্দর কবিতা।
  • শিমুল শুভ্র ১৬/১২/২০১৪
    মন মাতানো কবিতা । জীবনবোধের কবিতা , এমন ইতিহাস ভুলার মত না। জাষ্ট অসাধারণ
 
Quantcast