www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কি নিঠুর খেলা জগতে


এখনো ঐ আবর্জনা স্তূপে
   পশু আর মানুষেরই ভিড়
       কি পাবে কে,দ্বন্দ্ব চলে;

ঘর তো দূরে,নেই ছাদ
   হলাহল ঝগড়া ফ্যাসাদ
       ধরাশায়ী যেন শক্তিবলে।

ক্ষুধায় এক মুঠো ভাত
   যখন বাড়ায় দু’টি হাত
       চোখেতে কুয়াশা জমে;

কি নিঠুর খেলা জগতে
   চলছে যেন তা অহর্নিশি
       তবে কেন এ জন্ম ভূমে ?

মাঝে মাঝে এমন হয়
   লিখবো না আর কখনো
       হয়েছে স্থবির হৃদয় মন;

পথে ঘাটে যখন বেরোই
   দীনের সে ঐ করুণ চিত্র
       কার কাছে করি নিবেদন ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ১৪/১১/২০১৪
    কারোর কাছে তো বলতেই হবে । তা নাহলে আপনি স্বস্তি পাবেন না । আমি বা আমরা আছি শুনব শোনাব । একদিন ঠিক কুয়াশা ভেদ করে সূর্যের মুখ দেখতে পাব । ভালো আছি ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি নিরন্তর
  • দারিদ্রের করুণ নিত্য চিত্র তুলে ধরলেন অসাধারণ শব্দগাঁথুনিতে । আবার শক্তিবলের আড়ালে প্রচলিত শোষণের কথাও বলা হলো। অন্নের সন্ধানে হাত বাড়ালেই চোখে শূন্যতা। সব মিলিয়ে অকৃত্রিম ভালোলাগা রইলো।
  • মোঃ আবদুল করিম ১৩/১১/২০১৪
    এক কথায় ভালো আর অ আ ই(ইন্ঞ্জিনিয়ার সজীব ইমাম)কবি বন্ধুর সাথে একমত,ধন‌্যবাদ ভাল থাকবেন ।
  • আপনার লেখা এবং প্রতিপাদ‌্য দুটোই সুন্দর। আমার মনে হল আরো একটু গভীরে গেলে লেখাটি মনে হয় আরো পরিপূর্ণ হতো।
  • মল্লিকা রায় ১৩/১১/২০১৪
    স্বৈরিণী আর তস্কর এদের নিষ্ঠুরতা কম্পন ধরায় সাধারণ মানুষের হৃদয়ে------এদের থেকে দূরে থাকাই শ্রেয়।ধন্যবাদ কবি।
  • একনিষ্ঠ অনুগত ১৩/১১/২০১৪
    লেখার উদ্দেশ্যই এই... হাসি-আনন্দ, দুঃখ-বেদনা সব নির্দ্বিধায় বলে ফেলা যায়... :)
  • অনিরুদ্ধ বুলবুল ১২/১১/২০১৪
    জগতের নিঠুর খেলায় পশু আর মানুষের মাঝে স্বার্থের দ্বন্দ্ব, একদল অপর একদলের উপর প্রভাব বিস্তার আর অত্যাচার নিপীড়নের চিত্রটি চিত্রিত হয়েছে। কবিকে অভিনন্দন।

    শুভরাত্রি।
 
Quantcast