www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আদিম মধু মাখা জীবন

আদি অধুনায় আজ কত ব্যবধান
মানব আবাসে নেই সবুজ বনানী;
প্রকৃতির নেই আর স্বতঃস্ফূর্ত দান
মুক্ত আকাশ মাঠ,গতিময় তটিনী।

পেট পুরে খেয়ে ছিলাম আমরা খুশী
কত আমোদ আহ্লাদে ভালোবাসা ঢেলে;
সমাজ সংসারে হাসি,মমতায় ভাসি
প্রহর কাটতো হিংসা দ্বেষ,ছুঁড়ে ফেলে।

আজ এসেছি প্রগতির ঐ শীর্ষ দেশে
পরশ্রীকাতরতায় ডুবেছে জগত
ভরে গেছে হিংসা ক্রোধে কলহ দ্বেষে
সবল শোষণে সকল জীবন রথ।

আজ আবার যেন বাসি ভালো ঐ বন
ভালোবাসি আদিম মধু মাখা জীবন।

চতুর্দশপদী কবিতা
রচনা : ২০১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার একটি সনেট পড়লাম । ভাল লেখেছেন ।
  • ভাল লাগল। একসিডেন্ট করেছি গতকাল হাসপাতাল থেকে ছ্বাড়া পেলাম। জিভ এ তিনটা সেলাই লাগছে সাইডে আর ৩টা উপরে। কথা বলতে কষ্ট হয়। খুব খারাপ অবস্হা। দোয়া করবেন।
    • সাইদুর রহমান ১২/০৯/২০১৪
      খুবই দঃখ পেলাম
      accident এর কথা শুনে।
      দেশে থাকলে আসতাম, আপনাকে
      দেখতে। দোয়া করি সুস্থ হয়ে উঠুন,
      তাড়াতাড়ি। শুভ কামনা সতত।
  • একনিষ্ঠ অনুগত ১২/০৯/২০১৪
    এর জন্য যে আমরাই দায়ী। হিংসা, দ্বেষ, হানাহানি কুরিপু যতসব আছে একটু সরিয়ে রাখতে পারলেই সমাজে আসবে শান্তি। আর একটু সচেতনতা প্রকৃতির বুকেও আনতে পারে সমৃদ্ধি।

    অনেক ভালো লাগলো।
  • আগের দিন আর নেই।
  • চূড়ান্ত ১১/০৯/২০১৪
    হিংসা দ্বেষ আগেও ছিল, কিন্তু এই ভয়ংকর রূপটা ছিল না। আর আমাদের এখনকার মূলটাই হিংসা, দ্বেষ, পরশ্রীকাতরতারর জন্ম দেয়। তা শুরু হয় প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থা থেকেই। এই প্রতিযোগিতামূলক বিশ্বায়নের যুগে এটা চলতে থাকবে। তাই আমাদের মূল থেকে প্রতিযোগিতাটাকে বাদ দিতে হবে। আর এর জন্য আমি,আপনি, আমরা কি দায়ি নই? কারন আমরাও এই সিস্টেমের ভেতর আছি। উটপাখির মত! যাহোক, ভালো লেগেছে।
 
Quantcast