www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চায় আরো চোখের জল


কোথায় তবে আজকাল ভেজাল নাই
‘ফরমালিন’ শুনেই আৎকে উঠে সবাই।
সমগ্র বিশ্বে এমন দেশটি পাবে না
বাংলার মতো, যেথা হায় মানুষ হায়েনা।

শুরু হয়েছিল ভেজাল মাছ মাংসে
শাকসবজী, সকল ফলমূলে পরিশেষে;
এ ফরমালিন আজি কথোপকথনে
ছেয়ে যাবে অচিরে সকলের হৃদয় কোণে।

ফরমালিন এখন নেই সে কোথায়
ছড়িয়ে গেছে যেন মগজে, শিক্ষায় দীক্ষায়।
খাঁটি মানুষ নেই আর এ সংসারে
ঈর্ষা দ্বেষ হিংসা ক্রোধ যেন সবার আচারে।

অনেকে বলে, কলির যুগ তাই এমন
পৃথিবীর আর কোথাও কেন নয় তেমন ?
মানুষ যেন আর না রয় সে মানুষ
অর্থ পাহাড় সৃষ্টিতে মত্ত, নেই আর হুঁশ।

যে বেটি ঘরের লক্ষী, মা’ বাবার প্রিয়
মস্তিষ্কে ফরমালিনে, তার চোখে তাঁরাও হেয়।
ঔরসে জন্মে, করে পিতামাতাকে নিধন
ভেজাল এ স্নেহ মায়ায়, অকেজো তাই মনন।

কি করবে ফরমালিন রোধের দল
অর্থ পিয়াসী ওরা, চায় আরো চোখের জল।

রচনাকাল:২০১১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast