আশা
    (করোনাকালে আশা জাগানয়িা কবতিা)
আশা আছে মনে মনে
করোনা যাবে দিনে দিনে।
আকাশে উঠবে তারা,
পৃথিবীতে শান্তির ধারা।
সূর্য্য দিবে হাসি,
করোনা শত্রু নাশি।
পাখি মেলবে ডানা,
চলবে দূর অজানা।
খুলবে ঘরের তালা,
প্রেমিক গাঁথবে মালা।
গাছে ফুটবে মুকুল,
নারী পড়বে দোল।
গাইবে পাখি গান,
মোয়াজ্জেনের আযান।
হবে নতুন সকাল,
করোনার অকাল।
৬।৫।২০
আশা আছে মনে মনে
করোনা যাবে দিনে দিনে।
আকাশে উঠবে তারা,
পৃথিবীতে শান্তির ধারা।
সূর্য্য দিবে হাসি,
করোনা শত্রু নাশি।
পাখি মেলবে ডানা,
চলবে দূর অজানা।
খুলবে ঘরের তালা,
প্রেমিক গাঁথবে মালা।
গাছে ফুটবে মুকুল,
নারী পড়বে দোল।
গাইবে পাখি গান,
মোয়াজ্জেনের আযান।
হবে নতুন সকাল,
করোনার অকাল।
৬।৫।২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মোহন দাস (বিষাক্ত কবি) ০৮/০৫/২০২০দারুন লেখা...
 - 
        ডঃ নাসিদুল ইসলাম ০৮/০৫/২০২০খুব খুব সুন্দর
 - 
        সাইয়িদ রফিকুল হক ০৭/০৫/২০২০তা-ই হোক।
 - 
        মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৭/০৫/২০২০সুন্দর ছড়া কবিতা।
মুগ্ধ হলাম - 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৫/২০২০চমৎকার
 - 
        ফয়জুল মহী ০৭/০৫/২০২০Excellent
 
