www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঊঢ় ঋণ (বাংলা প্যানগ্রাম ছড়া)

খটমট ঘটক গঁদ ভবন ফটক
রঙ ঢং থমক ঝলক,
নঞ টগবগ যত ঠমক।
নয় ছয় আর অপচয়
ইস! ঈষৎ উপশম হয়।
ঊঢ় ঋণ এত ভর
ঐ ওজন বড় ডর,
তমঃ ঔষধ জনম ভর।

প্যানগ্রাম হল এমন এক সাহিত্য, যেখানে যে কোনো ভাষার সব বর্ণ ব্যবহার করে রচিত এক মাধুর্য মন্ডিত রস, যাকে সেই ভাষার প্যানগ্রাম বলে।
এখানে বাংলা ভাষার পঞ্চাশ (৫০)টি বর্ণই ব্যবহৃত হয়েছে, যেখানে কোনো প্রকার কার বা ফলা বা যুক্তবর্ণ ব্যবহার করা হয়নি।

কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast