www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কথন

গতকাল টিভি'র চ্যানেল পাল্টাতে-পাল্টাতে একটা তে থামলাম- দুই মা-মেয়ের কথোপকথন শুনে! তারা যা বলছিল-

মেয়ে- মা' কোন ভাল কাজের জন্য যদি কোন খারাপ কাজ করতে হয়, তা তো ভালই এর বদৌলতে কারো ভাল হল!

মা- বুঝলাম না!

মেয়ে- যেমন ধর, রবিন হোড! তিনি আমীর লোকদের হতে সম্পদ লুটে গরীবদের দান করতেন!

মা- বাদ দাও এখন ও চিন্তা, যাও!

মেয়ে- না মা, উত্তর তো দিলে না!

[আমি তার মায়ের উত্তর টা শুনে অবাক হয়ে গেলাম! কি বলেছেন তিনি তার মেয়ে কে? কিভাবে দিলেন এ উত্তর??]

মা- ধরো তোমার চুল কেটে তা বিক্রি করে চুল বাঁধার ক্লিপ কিনলে! বল কোন কাজে লাগবে এ ক্লিপ এখন??

মেয়ে হতভম্ব! আমিও! সত্যিই খারাপ দ্বারা প্রতিষ্ঠিত ভাল কখনোই ভাল নই! ভালর জয় ভালই আসে, এর জন্য খারাপ হতে হয় না।

[বর্তমান সময়ে ভালবাসার মন জয় হতে শুরু করে রাজনীতির মাঠে পর্যন্ত ঐ অবুঝ মেয়ের সহুদরের আবাদ, তাই আমরা পথভ্রষ্ট]
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৫৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast