www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুরোনো কিছু ছবি ♥

১. গুলিস্থান, রাজউক ভবনের পিছনে, ১৯৫০ সাল।

২. বি এ এফ শাহিন স্কুল , ঢাকা। (আশির দশক)

৩. জাতীয় সংসদ ভবন এরিয়া, ১৯৭৫ সাল।

৪. ঢাকার রাস্তা, ১৯৬০ সাল।

৫. বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ, ১৯৭৭ সাল।

৬. সুত্রাপুর ব্রীজ, ১৮৭০ সাল।

৭. ১৯৭৩ সালে মুক্তি পাওয়া রংবাজ ছবির পোস্টার।

৮. নিউ ইস্কাটনের একটি ক্লাব হাউজ, ১৯৭০ সাল।

৯. জগন্নাথ ইউনিভার্সিটি, ১৯০৩সাল। আগে এর নাম ছিলো জগন্নাথ কলেজ।

১০. ফুলার রোডে অবস্হিত ১টা বাংলো, ১৯৫০ সাল।

১১. ধানমণ্ডি লেক, ১৯৭০ সাল।

১২. বুড়ীগঙ্গা নদী, ১৯৭০ সাল।

১৩. পুরান ঢাকার লক্ষীবাজারে ৬১/১ সুভাষ বোস এভিনিউতে স্থানান্তরিত সেন্ট গ্রেগরীজ কলেজ, যা পরবর্তীকালে নটর ডেম কলেজ নাম ধারণ করে। ১৯৫৫ খ্রীস্টাব্দের মে মাস পর্যন্ত এখানেই কলেজের কর্মকাণ্ড অব্যাহত ছিল।

১৪. বাইতুল মোকারম মসজিদ, ১৯৮১ সাল।

১৫. ঢাকার গভর্নর হাউস, ১৯০৪ সাল।


ছবিগুলো ফেইসবুক থেকে সংগ্রহ করা।
বিষয়শ্রেণী: ফটোব্লগ
ব্লগটি ২৩৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লাগল
  • অনাদী রহমান ০২/০২/২০১৭
    অনেক ধন্যবাদ, খুব ভাল লেগেছে।
  • দ্বীপদেশ ১০/০১/২০১৭
    সুন্দ!!
  • আমি-তারেক ২১/১২/২০১৬
    onek valo laglo...
  • আবু সঈদ আহমেদ ০৪/১১/২০১৬
    বাহ!
  • ভালো লাগলো
  • সোলাইমান ২৮/০৯/২০১৬
    সত্যি অনেক কিছু দেখা ছিল না আজ দেখলাম তাই অনেক ভাল লাগলো।আর অনেক কিছু জানলাম
  • সত্যিই আগের আর এখনকার মধ্যে বিস্তর ফারাক। আপনার সংগ্রহণ আমাদের অহংকার। এ ধরনের সংগ্রহ আরো আশা করছি। শুভ কামনা রইল সুস্থ থাকবেন।
  • সজীব ১৫/০৭/২০১৬
    সুন্দর ভাবে সাজিয়েছেন
  • যথার্থই...::::::::::::::
  • প্রিয় ১১/০৭/২০১৬
    আপনার প্রতিটি লেখার থেকেই কিছু না কিছু শিক্ষা গ্রহণ করা যায়।ধন্যবাদ আপনাকে ।
  • অবশ্যই সুন্দর সংগ্রহ
 
Quantcast