www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এটাই সত্য

# এটাই সত্য #
(কবিতা)

একই সাথে নদী ভাঙে না দু-ধার
ভাঙে একদিকে, গড়ে অপর পাড়।

প্রখর গ্রীষ্মের পরেই আসে সজল বর্ষা
কালবৈশাখী সাথে আনে ধংস ও আশা।

বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি জগৎ-সংসার
জন্ম-মৃত্যু, ভাঙ্গা-গড়া চলে পাশাপাশি
এটাই সত‍্য ! বিধাতার সূক্ষ্ম বিচার।

জীবন হবে অসহায়, অসহনীয় যন্ত্রণার
যদি মৃত্যুু না করে মুক্ত জীবের আত্মার।

----------------
২২/১০/১৮ কোল-৭৫ সুব্রত ভৌমিক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast