www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন না সত্যি

'স্বপ্ন না সত্যি'
(কবিতা)

কেউ ঘোরে থাকলে....
নিজেকে চিমটি কেটে দেখে নেয়
সে জেগে আছে না স্বপ্ন দেখছে।
জেগে থাকলে ! চিমটি ব্যথা দেয়।

এখন দু'হাজার একুশের মে মাস,
অতিমারি-র পরিস্থিতি অতি জঘন্য !
সমস্ত দেশ তথা পৃথিবী অতি সঙ্কটে,
অবিশ্বাস্য !! মানুষের অস্তিত্ব বিপন্ন।

মানুষের অবস্থা...থরহরি কম্প,
অগ্ৰগতি-র অহংকার ভেঙ্গে চুরমার,
ভাইরাস তার সব শাসনের বাইরে !!
করোনা অতিমারি, করছে ছারখার !!

প্রতিদিন...
শ'য়ে শ'য়ে হচ্ছে নিরীহ মানুষ নিধন !!
চুপসে গেছে...'মানব-বিজয়-কেতন'।

আমি কি স্বপ্ন দেখছি ? তাই যেন হয়,
চিমটি আর নিজেকে কাটলাম না,
এ করুন অবস্থা, বিশ্বের দেখতে চাইনা !!

ঘুম ভেঙ্গে যেন--
অচিরেই, প্রাণোচ্ছল সুন্দর পৃথিবী দেখি,
দ্রুত ঘুম ভাঙ্গার অপেক্ষায় আছি।
********************************
সুব্রত ভৌমিক ১৬-০৫-২০২১ কোল-৭৫
**********************************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৩/১০/২০২১
    অনেক ভালো লেগেছে।
  • অভিজিৎ হালদার ০৩/১০/২০২১
    ভাবনা ভালো
  • বেশ ভাবনাময়
 
Quantcast