www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কদর

. # কদর #
(কবিতা)

আমরা করি না
সেই প্রতিভার কদর
যিনি হাঁকান না তাঁর বিশাল দর !
মনে রাখিনা সেই সব গুণীদের যারা
নিরহঙ্কার, যেমন প্রখ্যাত স্থপতি রামকিঙ্কর !

আমরা করিনা
সেই ডাক্তারের কদর
যার সাক্ষাৎ পেতে হয়না দেরি !
যার ভিজিট সাধারনের সাধ্যের মধ্যে
ডাকলেই যান তড়িঘড়ি, গুরুতর রুগীর বাড়ি !

আমরা করিনা
সেই সব কর্মির কদর
যারা গরীব, করেন সাফাই,
যারা রোদে-জলে-কাদায় করেন চাষ
সামান্য পয়সা দিয়েই ভাবি, তারা ক্রীতদাস !

আমরা করিনা
কক্ষনো নিজেদের বিচার,
ধনীরা নিজেদের ভাবে সর্বশ্রেষ্ঠ !
সপরিবারে, সব দিকে পরিপূর্ণ থেকেও
করে দরাদরি, দেয়না গুণীর প্রাপ্য অধিকার !
****************************************
সুব্রত ভৌমিক
২১-জানুয়ারি-২০২১ কোলকাতা ৭৫
****************************************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিধান চন্দ্র ধর ২৫/০৯/২০২১
    চমৎকার
  • মাহতাব বাঙ্গালী ২২/০৯/২০২১
    সত্যিই অসাধারণ লিখেছেন
  • বেশ!
  • চমৎকার কবি দা
 
Quantcast