ফিরে আসবে
আমি কারোকে কখনো দুঃখ দিই না,
মজা করে দুঃখী মানুষকে
হাসাবার চেষ্টা করি-
মানে অপরের দুঃখে হাসা নয়,
অপরকে দুঃখ ভুলিয়ে দেওয়া।
অপরকে দুঃখ দিলে
সেটা ফিরে আমার ঘরে হানা দেবে
আর অপরকে হাসালে
আমার মুখে সব সময় হাসি লেগে থাকবে।
মজা করে দুঃখী মানুষকে
হাসাবার চেষ্টা করি-
মানে অপরের দুঃখে হাসা নয়,
অপরকে দুঃখ ভুলিয়ে দেওয়া।
অপরকে দুঃখ দিলে
সেটা ফিরে আমার ঘরে হানা দেবে
আর অপরকে হাসালে
আমার মুখে সব সময় হাসি লেগে থাকবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৬/০৬/২০২৫সঠিক কথা
-
রবিউল হাসান ১৫/০৬/২০২৫হাসিতে মেতে থাকুন পুরোটা জীবন।