www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুদ্রা

পথে যেতে যেতে দেখি
মুদ্রা রাস্তার মাঝে পড়ে।
দেখেও দেখিনি, পরের জিনিস,
না নেওয়াই সমীচীন ভদ্রতা, ঠাঁই নেই ঘরে।

মুদ্রা বলে ওঠে:
আমি যখন যার কাছে থাকি, তখন তার,
কত হাতের ময়লা লেগে আমার গায়ে,
না তুললে পায়ের চাপে দারুণ ভার।

কলির পাপ আমি করিনি-
পাঁকে পদ্ম- চারদিকে অনাচার
দেখে দেখে ক্লান্ত আমি,
তাই ভ্রষ্টাচারের ভিড়ে সামান্য শিষ্টাচার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৮/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast