এ কি গণতন্ত্র
আমেরিকা নিগ্রোদের দিয়ে
অলিম্পিক-এ মেডেল জেতায়।
আমেরিকা নিগ্রোদের দিয়ে
রাতের অন্ধকারে ক্রাইম করায়।
মেডেল জিততে লাগে উত্তেজনা।
ক্রাইম করতে লাগে উত্তেজনা।
প্রথমটা সৎ পথে,
আর দ্বিতীয়টা অসৎ পথে।
যাদের পেটের দায়,
তাদের উত্তেজনা সব থেকে বেশি।
উত্তেজনা দিয়ে গণতন্ত্র চলে না,
যেটা চলে, সেটা হল ভণ্ডামি।
গণতন্ত্রে কোনো উত্তেজনা নেই,
যেটা আছে, সেটা হল স্বচ্ছতা।
অলিম্পিক-এ মেডেল জেতায়।
আমেরিকা নিগ্রোদের দিয়ে
রাতের অন্ধকারে ক্রাইম করায়।
মেডেল জিততে লাগে উত্তেজনা।
ক্রাইম করতে লাগে উত্তেজনা।
প্রথমটা সৎ পথে,
আর দ্বিতীয়টা অসৎ পথে।
যাদের পেটের দায়,
তাদের উত্তেজনা সব থেকে বেশি।
উত্তেজনা দিয়ে গণতন্ত্র চলে না,
যেটা চলে, সেটা হল ভণ্ডামি।
গণতন্ত্রে কোনো উত্তেজনা নেই,
যেটা আছে, সেটা হল স্বচ্ছতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/১২/২০২৩সুন্দর অনুভূতির প্রকাশ।
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/১২/২০২৩একদম, অসামান্য!
-
ফয়জুল মহী ০৭/১২/২০২৩অনেক সুন্দর উপস্থাপন,
খুব ভালো লাগলো