অটোতে ও অন্যান্য
১) অটোতে
অটো চালক। দিদা কোথায় নামবেন?
বৃদ্ধা। যে বাড়িতে স্বাধীনতা সংগ্রামী মাস্টারটা ভাড়া ছিলেন।
অটো চালক। কোন বাড়িতে? আমি জানি না!
বৃদ্ধা। মূর্খ, সেই কারণেই তাঁর নামে এই রাস্তার নাম হয়েছিল।
অটো চালক। আমি অতো জানি না।
বৃদ্ধা। সেই একশো বছরের পুরোনো মিষ্টির দোকান, যেখানে রোজ হাজার খানেক রসগোল্লা বিক্রি হয়।
অটো চালক। মিষ্টির দোকান হাজার একটা আছে এই তল্লাটে।
বৃদ্ধা। মূর্খ, কালী মন্দিরের উল্টোদিকে। ঠাকুরদার আমলের মন্দির।
অটো চালক। আপনি এখনো একশো বছর পিছিয়ে।
বৃদ্ধা। এইখানে অটো থামাও। আমি রাস্তা পার হওয়ার পরে অটো ছাড়বে।
অটো চালক। জায়গাটা চিনে রাখলাম, আর আপনাকেও।
বৃদ্ধা। দ্বিতীয়বার যেন ভুল না হয়।
২) ঝেড়ে দেওয়া
কারো রোগ হলে ভোলে বাবা তাকে ঝেড়ে দেন। আজ বাবার জ্বর। একজন ভক্ত বললো, 'আসুন বাবা আমি আপনাকে একটু ঝেড়ে দিই'।
৩) মশার রোগ
দাদা, ওটা চিকেনগুনিয়া নয়, চিকুনগুনিয়া।
৪) প্রোস্টেট গ্ল্যান্ড
বৃদ্ধ। গিন্নি, আমি পরপর তিন দিন রাতে স্বপ্ন দেখেছি যে একটা যুবতী মেয়ে আমাকে বিয়ে করতে চাইছে।
বৃদ্ধা। এর মানে তোমার মাথা ঠিকই আছে, কেবল প্রোস্টেট গ্ল্যান্ডটা একটু বেড়েছে।
অটো চালক। দিদা কোথায় নামবেন?
বৃদ্ধা। যে বাড়িতে স্বাধীনতা সংগ্রামী মাস্টারটা ভাড়া ছিলেন।
অটো চালক। কোন বাড়িতে? আমি জানি না!
বৃদ্ধা। মূর্খ, সেই কারণেই তাঁর নামে এই রাস্তার নাম হয়েছিল।
অটো চালক। আমি অতো জানি না।
বৃদ্ধা। সেই একশো বছরের পুরোনো মিষ্টির দোকান, যেখানে রোজ হাজার খানেক রসগোল্লা বিক্রি হয়।
অটো চালক। মিষ্টির দোকান হাজার একটা আছে এই তল্লাটে।
বৃদ্ধা। মূর্খ, কালী মন্দিরের উল্টোদিকে। ঠাকুরদার আমলের মন্দির।
অটো চালক। আপনি এখনো একশো বছর পিছিয়ে।
বৃদ্ধা। এইখানে অটো থামাও। আমি রাস্তা পার হওয়ার পরে অটো ছাড়বে।
অটো চালক। জায়গাটা চিনে রাখলাম, আর আপনাকেও।
বৃদ্ধা। দ্বিতীয়বার যেন ভুল না হয়।
২) ঝেড়ে দেওয়া
কারো রোগ হলে ভোলে বাবা তাকে ঝেড়ে দেন। আজ বাবার জ্বর। একজন ভক্ত বললো, 'আসুন বাবা আমি আপনাকে একটু ঝেড়ে দিই'।
৩) মশার রোগ
দাদা, ওটা চিকেনগুনিয়া নয়, চিকুনগুনিয়া।
৪) প্রোস্টেট গ্ল্যান্ড
বৃদ্ধ। গিন্নি, আমি পরপর তিন দিন রাতে স্বপ্ন দেখেছি যে একটা যুবতী মেয়ে আমাকে বিয়ে করতে চাইছে।
বৃদ্ধা। এর মানে তোমার মাথা ঠিকই আছে, কেবল প্রোস্টেট গ্ল্যান্ডটা একটু বেড়েছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/১১/২০২৩অনন্য, সবক’টি!