মুরগি ও কাক এবং পুলিশ
পুলিশ এসে আমাদের পাড়া থেকে
একটা মুরগিকে ধরে নিয়ে গেছে।
ওর কি অপরাধ ছিল?
ওর ঘরে ধান নেই,
তাই প্রতিবেশীর ঘরে ঢুকে ও রোজ দুবেলা ধান খেত।
পেটের জ্বালা সবথেকে বড় জ্বালা।
যারা ধান মজুদ করে রাখে গোলায়,
সেই মানুষের দলও সমান দোষী-
কই তাদের তো পুলিশ কখনো ধরে না!
মুরগি এখন জেলে।
এবার কাক ঢুকলো মানুষের ধানের গোলায়।
পুলিশ আগের থেকে এখন আরো বেশি তৎপর।
এইভাবে যদি সব পাখি জেলে যায়,
তাহলে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে কি!
একটা মুরগিকে ধরে নিয়ে গেছে।
ওর কি অপরাধ ছিল?
ওর ঘরে ধান নেই,
তাই প্রতিবেশীর ঘরে ঢুকে ও রোজ দুবেলা ধান খেত।
পেটের জ্বালা সবথেকে বড় জ্বালা।
যারা ধান মজুদ করে রাখে গোলায়,
সেই মানুষের দলও সমান দোষী-
কই তাদের তো পুলিশ কখনো ধরে না!
মুরগি এখন জেলে।
এবার কাক ঢুকলো মানুষের ধানের গোলায়।
পুলিশ আগের থেকে এখন আরো বেশি তৎপর।
এইভাবে যদি সব পাখি জেলে যায়,
তাহলে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে কি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৯/২০২৩অনিন্দ্যসুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০৬/২০২৩বেশ বলেছেন!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৬/২০২৩পুলিশ বলে
-
ফয়জুল মহী ২১/০৬/২০২৩অসাধারণ ।
একরাশ মুগ্ধতা রইলো ।