www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঝামেলা

তোমার ঝামেলা তোমার,
আমার ঝামেলা আমার।
একে তো নিজের জ্বালায় জ্বলছি,
তারপরে অপরের জ্বালা-
কাটা ঘায়ে নুনের ছিটে।

তাই সমাজে থাকলেও সমাগমে থাকতে নেই-
সমাগমে থাকলেই বয়ে বেড়াতে হয় ঝামেলা।
তাই সামাজিক হওয়া পাপ,
তা বলে আমি কারোকে অসামাজিক হতে বলছি না!

সমাজে থাকো
কিন্তু নিজের মধ্যে সমাজকে রেখো না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৬/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast