www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দোষ

দোষ করে ফাঁসা
আলাদা ব্যাপার-
সেটা ভবিতব্য।
আর দোষ না করে ফাঁসা
অত্যন্ত দুঃখের ব্যাপার-
সেটা নিয়তি।

বড়রা দোষ করলেও
সহজে ফাঁসে না।
ছোটরা সহজেই ফেঁসে যায়
দোষ না করেও।

দোষ করে ছাড়া পাওয়া-
এটা ওপরওয়ালার আশীর্বাদ।
দোষ না করে কারাগারে দিন কাটানো-
ওপরতলার মজার খেলা।

ক্ষমতা যার হাতে,
সে ভগবানকেও কাঁচকলা দেখায়।
আর যার হাত শূন্য,
সে কেবল পড়ে পড়ে মার খায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast