www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুটি কবিতা উপহার দিলাম

১) ডাক্তার

সবথেকে বড় অন্ধ বিশ্বাস কী?
ডাক্তাররা মানুষের জীবন দেন,
অতএব জীবন নেন।

সকালে বাড়ি বাড়ি খবরের কাগজ বিলি করে কাগজওয়ালা-
ডাক্তার নতুন খবর নিয়ে আসেন রোগীর দরবারে।
সংসারী সারাদিন সংসারে ব্যস্ত-
ডাক্তার হাসপাতালেই বিশ্ব সংসারের সকল দায়িত্ব পালন করেন।
প্রহরী রাত জাগে দু চোখ মেলে-
ডাক্তার জেগে পাহারা দেন করোনা রোগী।
ঘড়ি চলে সময়ের সাথে সাথে পা ফেলে-
মানুষের শুরু থেকে শেষ ডাক্তারের হাতে হাতে।

ডাক্তারের হাতে কেবল চিকিৎসা।
জীবন মরণ মহাকালের পথে।
মানুষের অসময়ে মানুষের পাশে ভগবান না থাকলেও
থাকেন ডাক্তার।


২) কবি

শেষ মানুষের মৃত্যু অনিবার্য
যখন সময়ের পথে ম্লান হয় সভ্যতা।
নিশ্চিহ্ন জনপদ
নীরব চরাচর
নিশ্চল মরদেহ।
হটাৎ কণ্ঠস্বর!
মহাকাল নয়।
তাহলে কে?
'আমার কাব্য অনন্তের পথে-
সময় অমর, আমিও অমর'।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast