www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাঁঠার মাংস

পাঁঠার মাংসের স্বাদটা আকাশের চেনা চেনা
কিন্তু ও মনে করতে পারছে না ঠিক কোথায় যেন...
ও মামা শ্বশুরের বাড়িতে।
মামা বললেন, 'আমাদের নতুন রান্নার লোক...কেমন হয়েছে'?
'অসাধারণ...স্বাদটা চেনা চেনা'।

ওপাশে রান্না ঘরের পিছনে দাঁড়িয়ে বৃদ্ধা চোখের জল মুচ্ছেন-
পেটের জ্বালা বড় জ্বালা:
সেই যে গ্রাম ছেড়ে শহরে পড়তে গেল আর ফিরলো না ছেলেটা।

হঠাৎ মনে হল যেন ছোটবেলার স্নেহ মমতা মাখা স্বাদ। ও মনের ভুল।
আর তেমন কিছু ভাবলো না, চেটে পুটে খেয়ে নিল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast