www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোলুগোলু

আড়াই বছরের ছেলে,
মামার বাড়িতে থাকে।
রাস্তায় বেরোলেই
সবাই গোলুগোলু ডাকে।
রাগ তার ভয়ানক,
গর্জন তার ভীষণ।
বাবা খোঁজ নেয় না-
অভাবের আগ্রাসন।
কে যেন জিজ্ঞেস করেছিল
দু বার।
'ওর বাবা কেমন যেন',
একটাই উত্তর।
দেখে শুনে বিয়ে হয়েছিল
একমাত্র মেয়ের।
অথচ টিকলো না-
কী দোষ কপালের !
গোলুগোলু মানুষ হোক-
এটাই মায়ের আশা।
কীসের একটা অভাব যেন !
হুল ফোটায় হতাশা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast