আমি প্রেমের কবি নই
আমি প্রেমের কবি নই।
শাসন শোষণ।
অন্যায় অবিচার অত্যাচার।
অশিক্ষা।
বেকারত্ব।
জরা ব্যাধি।
মিথ্যা প্রতিশ্রুতি...
আমি প্রেমের কবি নই।
নারী দেখি যত, দেখি তার হারানো অধিকার।
স্বাধীনের স্বেচ্ছাচার।
শিশুর ক্রন্দন।
আমি প্রেমের কবি নই।
কাব্যের অবহেলা...অনাচার...অবমাননা...
আমার বাঁচার দাম কই !
শাসন শোষণ।
অন্যায় অবিচার অত্যাচার।
অশিক্ষা।
বেকারত্ব।
জরা ব্যাধি।
মিথ্যা প্রতিশ্রুতি...
আমি প্রেমের কবি নই।
নারী দেখি যত, দেখি তার হারানো অধিকার।
স্বাধীনের স্বেচ্ছাচার।
শিশুর ক্রন্দন।
আমি প্রেমের কবি নই।
কাব্যের অবহেলা...অনাচার...অবমাননা...
আমার বাঁচার দাম কই !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Swapon Rozario ১৫/০১/২০২১
-
MD Rayhan Kazi ১৪/০১/২০২১ভালোবাসা জানবেন
-
ফয়জুল মহী ১৩/০১/২০২১সুকোমল মনের ভাবনা ।
-
আব্দুর রহমান আনসারী ১৩/০১/২০২১ভাল লেখা মুগ্ধ্তা একরাশ
আঁকি না কোন রমণীর ছবি।