www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুটো প্রাণ

দুটো প্রাণ-
দেহ দিয়ে বয়ে গেল তড়িৎ:
ধুপ করে পড়ার শব্দ, ছটফট, মৃত্যু...

'আহা রে। চু চু। ও মা'।

ময়লার গাড়ি এসে নিয়ে যাবে।
মানুষ মারা গেলেই এরকম একটা উদাসীন ভাব-
আর এতো পায়রা !

সব জীবনই এক-
নিজের সত্তাকে চিনলে অপরের স্বরূপও দেখা যায়:
কিন্তু চিনতে চায় কে?

মনে হল পায়রা দুটোকে বুকে তুলে নি কিন্তু মরা ছুঁতে নেই।
ছুৎমার্গ নয়। জীবনকে চিনতে পারিনি, মৃত্যুকে কোলে নেবো কীভাবে !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast