ছাই
যে টাকাটা নিলাম, তাতে ছাই লেগেছিল।
না না, যার হাত থেকে নিলাম তার হাতে !
ছাই ঝেড়ে ফেললাম কিন্তু দায়বদ্ধতা ঝাড়বো কীভাবে ?
ও মাছ কাটে। আমি খাই। ও পায় না। ছাই ওর বাড়া ভাতে !
জন্মে আলো দেখেছি দুজনেই।
কিন্তু আমি ঘুরে বেড়াই, ও কার হেফাজতে !
না না, যার হাত থেকে নিলাম তার হাতে !
ছাই ঝেড়ে ফেললাম কিন্তু দায়বদ্ধতা ঝাড়বো কীভাবে ?
ও মাছ কাটে। আমি খাই। ও পায় না। ছাই ওর বাড়া ভাতে !
জন্মে আলো দেখেছি দুজনেই।
কিন্তু আমি ঘুরে বেড়াই, ও কার হেফাজতে !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধূসর প্রাচীর (তাহসিন নাবিল) ২৬/১১/২০২০
-
Md. Jahangir Hossain ০৫/১১/২০২০খুব সুন্দর
-
হাজেরা কোরেশী অপি ০৫/১১/২০২০খুবই সুন্দর, মননশীল কবিতা, ভালো লাগলো পড়ে।
-
ফয়জুল মহী ০৫/১১/২০২০বাহ্! অসাধারণ প্রকাশ l
-
আব্দুর রহমান আনসারী ০৫/১১/২০২০চমৎকার অনুভব
দু-বেলা অন্তত উদরপূজো করতেতো হবেই।