www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি পুরুষ কিন্তু ভ্রমর নই

আমি পুরুষ কিন্তু ভ্রমর নই-
ফুলে ফুলে ঘুরে বেড়াই না।
বসবার জন্য কোনও ফুলই খুঁজে পাইনি-
যেটায় বসবো ভাবি- হয় কেউ তুলে নিয়ে যায় ভগবানের পায়ে দেবে বলে
অথবা ধুলোতে লুটিয়ে পড়ে প্রকৃতির নিয়মে।
ফুলের গন্ধ ভেসে আসে কিন্তু তার অস্তিত্ব খুঁজে পাই না-
তাই আমি ভ্রমর নই !
ফুলের রূপ-রস এসে ধরা দিক আমার কাছে:
আমি গোটা অস্তিত্বটাই মিলিয়ে দেবো তার বর্ণের সাথে- ছন্দে দুলুক হিয়ার এপার ওপর।
ও গিলে খাক আমার গোটা অস্তিত্ব !
ওর স্পর্শেই আমি ভ্রমর হবো !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast