www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একতারা

সা থেকে সা: এটাই জীবনের গান,
গানের আদি অন্ত।
একতারা বাজে বাউল হৃদয়ে,
এর প্রকাশ অজেয় অনন্ত।

জীবন চলেছে পথ বেয়ে:
একটাই পথ, একটাই দিশা।
বাউলের পথ অন্তরের গভীরে,
নিজের ভিতরে হারাবার নেশা।

সমাজ চলেছে সমাজের মতো:
উপদেশ এক কান দিয়ে ঢুকে অন্যটা দিয়ে বেরিয়ে যায়।
বাউলের পিপাসার্ত দু চোখ ছবি আঁকে সৃষ্টির:
ইঁদুরের সাথে সে দৌড়ায় না, ভাসমান মেঘ আকাশ পায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast