www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাঁচটি কবিতা

১/ কাঠের আলমারি

'এই কাঠের আলমারিটা আমার ঠাকুরদাদা কিনেছিলেন' ।
একজন ভদ্রলোক তার ছেলেকে বললেন।
তার ঠাকুরদাদা বিলীন।
বাবা ইতিহাস।
আলমারিটা অজেয়...তাই সময়ের সাক্ষী....

২/ মধ্যবিত্ত ঘরে

মধ্যবিত্ত ঘরে অত স্বপ্ন দেখতে নেই-
ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হলেই হল।
বড়লোক হলে হাত কাটবে
আর গরীব হলে হাত পাতবে...

৩/ ব্যর্থ শিকার

'অনেক অন্যায় সহ্য করার পর মেয়েরা মুখ খোলে' ।

'কিন্তু আমিতো কোনও মেয়ের সাথে অন্যায় করিনি,
আমাকে কেন অন্যায়ের শিকার হতে হল'!

৪/ জমিদারি

ওর ঠাকুরদাদা খুব বড় শিকারী ছিলেন।
ওর বাবাও মস্ত বড় শিকারী।
ও ভালো শিকারী হতে চায়...

এখন ও গণতন্ত্রের শিকার- এ কথা অকপটে স্বীকার করে।

৫/ শেষকৃত্য

কার শেষ যাত্রায় কারা কাঁধ দিল!
করোনার কবলে মৃত্যু, আত্মীয় বন্ধুরা মুখ ফেরাল।
হরিবোল আর আজান একসাথে মিশে গেল।
সবার হৃদয়ে লাল রক্তই বয়- মনের অন্ধকার দূর হল...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast