www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোষ চোর

সেদিন ছিল শক্তি পুজো |
মাসির বাড়িতে নিমন্ত্রণ |
মায়ের হাত ধরে দিয়েছিল পাড়ি অন্য গ্রামে
সুঠাম তরুণ গোবরডাঙার বাবন |

কিন্তু তার কী অপরাধ?
গৃহস্থের মোষ করেছে সে চুরি-
মা কালীর পুজোয় দেবে বলে বলি |
রাজনীতির রঙে মোড়া মোড়ল জনতাকে দেয় সুড়সুড়ি |

'বাবান নির্দোষ, ওকে ছেড়ে দাও',
চিৎকার করছেন মা আর মাসি |
মোড়লের কথায় জনতা তাকে জ্যান্ত পুঁতে দিলে,
ক্রন্দন ঢেকে দিলে তার বাজিয়ে করতাল কাঁসি |

কলেজের পড়ুয়া নিরীহ তাজা রক্ত
মিশে গেল কালো মাটিতে নিমেষে |
এ অভিযোগ ভিত্তিহীন, প্রমাণ হল পরে |
ক্ষিপ্ত গ্রামবাসী মোড়লকে দোষে |

আজ মোড়লের একদিন কী তাদের একদিন-
মোড়লের রাঙা চোখকে জনতার রায় পায় না ভয়:
সে রায় সরকার গড়ে, গড়ে নীতিও |
'মোড়লকে পুঁতবো বাবনের পাশে', জনতা কয় |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast