www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উড়ালপুল

মানুষগুলো তলায় চাপা পড়ে গেছেন-
তাদের বাঁচান, তাদের বুক চিতিয়ে শ্বাস নিতে দিন |
কিন্তু এই লোহার চাঁইগুলো যারা সরাবেন, তারা কই?
তারা আসছেন, একটুখানি সবুর করে নিন |
এটা ভবিতব্য- এতগুলো মানুষের মৃত্যু লেখা ছিল একদিনে...
নিয়তি তুমি চুপ করে থেকো না, কথা বলো:
উই-এ ধরা পরিকাঠামোকে ধিক্কার জানাও,
শব মিছিলে 'হরি বোল' বলে পা ফেলো |
মৃত্যু কত রকম ভাবে ফাঁদ পাতে-
নিরীহ পাখির পা দুটো আটকে থাকে জালে,
সে প্রাণপণে ডানা ঝাপটায় 'বাঁচাও বাঁচাও' রবে,
তারপর নিজের অজ্ঞাতসারে হেলে পড়ে মৃত্যুর কোলে |
চোখের জলে ঝাপসা হয় উড়ালপুলের রেলিং |
স্বজন হারানোর ব্যথা ক্লান্ত করে দেহ |
দুঃখ বড় কঠিন, বাস্তবের থেকেও রূঢ়...
মৃত্যু নিয়ে কেন দলগুলো করছে কলহ?
যারা আধমরা হয়ে বেঁচে আছেন,
হারিয়ে ফেলেছেন তারা কৃতজ্ঞতা জানাবার ভাষা |
মানবিকতাবোধ থেকে ভোট ব্যাঙ্ক, আর ভোট ব্যাঙ্ক থেকে প্রতিশ্রুতি-
কোনটার জন্য কে কতটা খেলছেন পাশা?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast