www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিজের প্রতি বিশ্বাস রাখুন

জীবন আর জীবিকার মধ্যে এখন এক অদম্য লড়াই | কোনটা কার থেকে বড়? কোনটাকে আঁকড়ে ধরে মানুষ বাঁচবে? বিরাট এক প্রশ্নের মুখে মানুষ- না, এটা কোনও আগ্নেয়গিরির মুখ নয়! কাকে আগে বাঁচাবে মানুষ- জীবন না জীবিকা! করোনায় মারা গেলে কোনও অসুবিধা নেই কিন্তু না খেতে পেয়ে মরা, এ কথা ভাবাই যায় না!

ভয়কে জয় করে মানুষ আজ পথে নেমেছে জীবিকার সন্ধানে | তার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার | এ এক ভয়াবহ অবস্থা | এ যেন উভয় সংকট- যেতেও কাটে, আসতেও কাটে | নিজের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে | কারণ মানুষ বেঁচে থাকে ভবিষ্যতের কথা ভেবে | কিন্তু ভবিষ্যৎ যে এখন অন্ধকার...| কার কথা ভেবে বাঁচবে মানুষ | নিজের কথা ভেবে? দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার | এগনোর কথা দূরে থাক, পিছিয়ে যাওয়ার রাস্তাই নেই! মানুষের জীবন তো আর থমকে দাঁড়িয়ে থাকতে পারে না | জীবিকা থমকে দাঁড়ালেও, জীবন বয়ে চলে |

যতদিন না করোনা নির্মূল হচ্ছে, পৃথকীকরণ করে রাখার ব্যবস্থা তুলে দিলে চলবে না | সংক্রমণের হার ব্যাপক আকারে বৃদ্ধি পেলে ডাক্তাররা আর রোগীর সামাল দিতে পারবেন না- সেই পরিকাঠামো কোনও দেশেই নেই | হাসপাতালে যেমন বেডের সংখ্যা কম, তেমন ডাক্তারেরও জীবনের ঝুঁকি আছে | বেঘোরে মরা ছাড়া তখন আর অন্য কোনও রাস্তা থাকবে না |

এই সময় সব থেকে যেটা দরকার, সেটা হল নিজের প্রতি বিশ্বাস রাখা | সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখও কিন্তু চিরস্থায়ী নয় | দুঃখের পরে সুখ আসবেই | ভেঙে পড়লে চলবে না | ঠান্ডা মাথায় যুঝতে হবে | উপায় ঠিক একটা বেরিয়ে আসবে | বিজ্ঞানীদের মুখের দিকে তাকিয়ে গোটা বিশ্ব | বিজ্ঞানীরা এখনও চোখে সরষে ফুল দেখছেন | করোনার চরিত্র বুঝতে গিয়ে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছেন | করোনা গিরগিটির মতো রং বদলায়- তাকে চেনা দায় | ভরসা রাখুন, টিকা না এলেও, বাজারে সঞ্জীবনী ওষুধ ঠিক আসবেই | প্রকৃতি যেমন ঝড় ঝাপটা দেন, তেমনই অফুরান রোদ্দুর বিলিয়ে দেন দু হাতে | প্রাণকে প্রকৃতি মা ঠিকই রক্ষা করবেন | মানব প্রকৃতিই বদলে দেবে করোনার প্রকৃতি অথবা আর পাঁচটা রোগের মতো প্রকৃতির কোলে বিলীন হয়ে যাবে করোনা!
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৩৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast