www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ষোল বছর পর

কৃষ্ণগহ্বরের থেকেও অন্ধকার ছিল সেদিনের রাত,
সুমেরু প্রদেশের থেকেও ঠান্ডা ছিল সেদিনের ভয়,
মরুভূমির থেকেও নিশ্চুপ ছিল সেদিনের অসহায়তা...
কী ঘটেছিল সেদিন?
হত্যা |
জনসমক্ষে...

দুই গুন্ডা গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময় |
ধরা পড়ল বারো জন |
তাদের মধ্যে একজনের মুখ ফুটে বেরিয়ে এল,
যেমন ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে মুরগীর মাথাটা কাটলে |
আইনের ষোল বছরের অপেক্ষা শেষ হল |
অর্থ রক্ত মাখে দু হাতে
আর অর্থের লোভ রক্ত খেতে ভালোবসে!

গায়ে হওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে
ষোল বছর কেটে গেছে...
মালিকের হাত ধরে এ পথে আসা-
মালিকের স্ত্রী যে বাড়িতে পরিচারিকার কাজ করতো,
সেই বাড়ির মালকিনের প্রাচুর্য
রক্তের আলতা মাখে খোলা চুলে;
সে ছিল নিমিত্ত মাত্র |

সব ভণ্ডামি শেষ-
আইন ডাক্তারের মতো রক্ত দেখলে ভয় পায় না |
লোহার ছোট্ট ঘর এখন তিন জনের ঠিকানা |

ভোরের সূর্যোদয়ের মতো রায় বার হোক-
বিভীষিকা মেঘ হয়ে যাক উড়ে অন্য কোনও দেশে,
যেখানে মানুষ থাকে না অথবা
যেখানে অর্থ অর্থহীন |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast